الجامعة الاحمدية السنية العالية (الكامل)

জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা

Jamea Ahmadia Sunnia Kamil Madrasah

আইসিটি


তথ্য প্রযুক্তি ও বিশ্বায়নের এ যুগে কম্পিউটার শিক্ষা অত্যন্ত জরুরী। শিক্ষার্থীদের যুগোপযোগী করে গড়ে তোলার জন্য জামেয়ার দাখিল স্তরে ‘কম্পিউটার শিক্ষাকে সিলেবাসভুক্ত করা হয়েছে। সরকারী বিধি মোতাবেক নিয়োজিত কম্পিউটার শিক্ষক নিয়মিতভাবে কম্পিউটার শিক্ষা প্রদান করে আসছেন। জামেয়া মডেল মাদ্রাসার আওতাধীন হওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক শাখা উন্নয়ন প্রকল্প ২০টি কম্পিউটার সেট প্রদান করে। চট্টগ্রামের খানজাহান আলী কম্পিউটারস্ লি. এর প্রোপ্রাইটর আলহাজ্ব নূর মুহাম্মদ ও আলহাজ্ব মুশতাক আহমদ এর বদান্যতায় জামেয়ার কম্পিউটার ল্যাব সমৃদ্ধ হয়। কম্পিউটার শিক্ষা ব্যবস্থায় সহযোগিতার জন্য সরকারের সংশ্লিষ্ট অধিদফতর ও খানজাহান আলী কম্পিউটারস্ লি. কর্তৃপক্ষের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।