০৭ এপ্রিল, ২০১৮
আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট চট্টগ্রাম কর্তৃক পরিচালনাধীন এশিয়াবিখ্যাত দীনী শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা, ষোলশহর, চট্টগ্রাম এর ফাযিল অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী মুহাম্মদ ফয়সাল আহমদ জাতীয় শিক্ষা সপ্তাহ/১৯ এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী ও আলিম ২য় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ রেজা কেরাত প্রতিযোগীতায় ‘গ’ গ্রুপে একাদশ-দ্বাদশ স্তরে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করায় এবং মাদরাসার অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়্যদ মুহাম্মদ অছিয়র রহমান জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ এ থানা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় জামেয়ার উপাধ্যক্ষ ড. মাওলানা মুহাম্মদ লিয়াকত আলীসহ সম্মানিত শিক্ষক ম-লী, কর্মকর্তা-কর্মচারী অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়্যদ মুহাম্মদ অছিয়র রহমান ২০০১ ও ২০০৪ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও জামেয়ার প্রাক্তন অধ্যক্ষ আল্লামা জালালুদ্দিন আলক্বাদেরী (রহ.) শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়ে তৎকালীন সরকার প্রধানের পক্ষ হতে গোল্ড মেডেল ও সনদ লাভ করেছেন। জাতীয় পর্যায়ে এ অনন্য সফলতার জন্য মাদরাসার সম্মানিত শিক্ষক মন্ডলী, কর্মকর্তা-কর্মচারী ও সকল শিক্ষার্থী আল্লাহ পাকের দরবারে শুকরিয়া এবং আল্লাহর রাসুল (দ.) ও জামেয়ার প্রতিষ্ঠাতা কুতুবুল আউলিয়া সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটিসহ সকল মাশায়েখ হযরাতের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।