الجامعة الاحمدية السنية العالية (الكامل)

জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা

Jamea Ahmadia Sunnia Kamil Madrasah

হেফজ বিভাগ


হিফ্‌য্‌খানা জামেয়ার আওতাধীন স্বতন্ত্র প্রতিষ্ঠান। এখানে আট জন অভিজ্ঞ ও দক্ষ হাফিজ শিক্ষকের তত্ত্বাবধানে শতাধিক শিক্ষার্থীকে কুরআন হিফয্ করানো হয়। সারা দেশে জামেয়ার হিফয্খানার সুনাম রয়েছে। প্রতি বছরের মত এবারও উল্লেখযোগ্য সংখ্যক ছাত্র হিফয্ সমাপ্ত করেছে। হযরত আল্লামা সাবির শাহ্‌ (মু.জি.আ.) হিফজ বিভাগে ছাত্রসংখ্যা আরো বৃদ্ধি করার নির্দেশ প্রদান করেছেন বিধায় জামেয়া কর্তৃপক্ষ আগামীতে হিফজ বিভাগে শিক্ষার্থী বৃদ্ধির বিষয়ে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন।